জামালপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৩ “পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর জেলায় “কমিউনিটি পুলিশিং ডে-২০২৩” উদযাপন উপলক্ষ্যে জেলা পুলিশ, জামালপুরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে ৪ নভেম্বর শনিবার দুপুর সাড়ে ১২টায় জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে ওই আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীতেষ চন্দ্র সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জামালপুর পৌরসভার মেয়র মোঃ ছানোয়ার হোসেন ছানু, জামালপুর পৌরসভার সাবেক মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক জি. এস. এম. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আতিকুর রহমান ছানা, জেলা টিভি রিপোর্টার্স ইউনিটের সভাপতি ফজলে এলাহী মাকাম, সাংবাদিক মোস্তফা বাবুল, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও ৯নং রানাগাছা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল প্রমুখ। আলোচনা সভায় সাধারন জনগণ ও পুলিশের সমন্বয়ে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোরদারের মাধ্যমে সমাজের অপরাধ দমন, বাল্যবিবাহ প্রতিরোধ, জঙ্গি দমন, মাদক নিমূল, নারী-শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা সহ বিভিন্ন দিক নির্দেশনা মূলক বিষয়ে জনসচেতনামূলক আলোচনা করা হয়। অনুষ্ঠানে জামালপুর জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার’কে ক্রেস্ট ও সার্টিফিকে প্রদান করা হয়। আলোচনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্ ), মোঃ সোহেল মাহমুদ পিপিএমের সঞ্চালনায় জেলা পুলিশ, কমিউনিটি পুলিশিং ফোরাম, স্কুল, কলেজ শিক্ষক-শিক্ষার্থীদের স্থানীয় জনপ্রতিনিধির সহ কমিউনিটি পুলিশিং ফোরাম এর নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। Related posts:ইসলামপুরে ৫৯ বছর বয়সে এসএসসি পাস করলেন ইউপি সদস্যবঙ্গবন্ধু দান, দয়া নেওয়ার মতো মানুষ ছিলেন না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীমাদারগঞ্জে বিতর্কিত সমবায় সমিতির মালামাল সরাতে গিয়ে আটক ২ Post Views: ২০৬ SHARES জামালপুর বিষয়: