জামালপুরে বিজয় এক্সপ্রেস ট্রেনের দাবিতে মানববন্ধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৩ জামালপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে সমাবেশ ও মানববন্ধন করেছে জামালপুর নাগরিক কমিটি ও সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখা। ১৫ নভেম্বর বুধবার দুপুরে জামালপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে সচেতন নাগরিক কমিটি (সনাক), জামালপুরের সভাপতি অজয় কুমার পাল, সনাকের সহ-সভাপতি অধ্যাপক কায়েদ উয জামান, সাংবাদিক মোস্তফা মনজু, জামালপুর টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফজলে এলাহী মাকাম, সাংস্কৃতিক সংগঠক রফিকুজ্জামান মল্লিক, সুমন মাহমুদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সয় বক্তারা অবিলম্বে জামালপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেন চালাচলের সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য রেলমন্ত্রীর কাছে দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান বক্তারা। Related posts:মেলান্দহে বাবা-মাকে ভরণপোষণ না দেয়ায় ছেলে কারাগারেইসলামপুরে ৫৯ বছর বয়সে এসএসসি পাস করলেন ইউপি সদস্যজমিতে সেচ দিতে গিয়ে যুবকের মৃত্যু Post Views: ২১৯ SHARES জামালপুর বিষয়: