জেল হত্যা দিবসে জাতীয় চার নেতার প্রতি রাজশাহী রেঞ্জের ডিআইজির বিনম্র শ্রদ্ধাঞ্জলি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৩ ৩ নভেম্বর জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতার প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোঃ আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)। মহানগরীর কাদিরগঞ্জে অবস্থিত জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন তিনি। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। ওইসময় রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ রশীদুল হাসান পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব ফয়সল মাহমুদ পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) জনাব মুহাম্মদ সাইফুল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, রাজশাহী জেলা পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান পিপিএমসহ রাজশাহীসহ রেঞ্জ, মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ১৯৭৫ সালের ৩ নভেম্বর জেলবন্দী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, মনসুর আলী এবং আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামানকে নির্মমভাবে হত্যার দিনটি জাতি গভীর শোক ও শ্রদ্ধার সাথে পালন করে আসছে। Related posts:দিনাজপুরে মা-ছেলেকে আটক করে মুক্তিপণ দাবি: সিআইডির এএসপিসহ আটক ৩৪৫তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি'র নিষেধাজ্ঞাইসলামপরে বজ্রপাতে ৬ জনের মৃত্যু Post Views: ২৩৭ SHARES সারা বাংলা বিষয়: