জোটের সঙ্গেই নির্বাচন, সমন্বয় করা হবে মনোনয়ন: তথ্যমন্ত্রী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৩ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ এবারও ১৪ দলের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করবে। তাই ২৯৮ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হলেও জোটের সঙ্গে তা সমন্বয় করা হবে। শুধু জোটের সঙ্গেই নয়, অন্যদের সঙ্গে সমন্বয় করতে হলে সেটাও করা হবে বলে জানান মন্ত্রী। ২৭ নভেম্বর সোমবার সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হাছান মাহমুদ বলেন, ২০০৮ সালেও জোটবদ্ধভাবে নির্বাচন করা হয়েছিল। সেবারও ৩০০ আসনে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল। পরে মহাজোটের মধ্যে সমন্বয় করা হয়েছিল। গতবারও প্রায় সব আসনে মনোনয়ন দেওয়া হয়েছিল। পরে জোটের সঙ্গে সমন্বয় করা হয়েছিল। এবারও ২৯৮ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। Related posts:সাধারণ সম্পাদক পরিবর্তন বিষয়ে নেত্রী ও আল্লাহ জানেন: কাদের'ক্ষমতা অপব্যবহারকারী কাউকে ছাড় দেওয়া হবে না'বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ ডালপালা বিস্তার করেছে: কাদের Post Views: ২৫৬ SHARES রাজনীতি বিষয়: