নালিতাবাড়ীতে জাতীয় কৃষক সমিতির মানববন্ধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৩ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে কৃষকের উৎপাদিত ফসলের ন্যয্যমুল্য প্রাপ্তীসহ বিভিন্ন দাবীতে মানববন্ধন করেছে জাতীয় কৃষক সমিতি শেরপুর জেলা শাখা। সোমবার (৬ নভেম্বর) সকালে পৌরশহরের আড়াইয়ানী বাজারের জেলা কার্যালয়ের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় কৃষক সমিতির শেরপুর জেলা শাখা কমিটির সভাপতি রাজিয়া সুলতানা। এ সময় বক্তব্য রাখেন জেলা জাতীয় কৃষক সমিতির প্রচার সম্পাদক উম্মে কুলসুম, সদস্য তোফাজ্জল হোসেন ও কাউসার মিয়া প্রমুখ। পরে ৪০ জন কৃষকের মাঝে তৈল জাতীয় শস্য সরিষার বীজ বিতরণ করা হয়। Related posts:মুজিববর্ষ উপলক্ষে শেরপুরে ২৯১ ভূমিহীন ও গৃহহীনদের মাঝে নতুন ঘর হস্তান্তরঅর্থাভাবে হৃদযন্ত্রের অস্ত্রোপচার করাতে পারছেন না শেরপুরের হতদরিদ্র স্বপনশেরপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ঝিনাইগাতী উপ-শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত Post Views: ২৩৪ SHARES শেরপুর বিষয়: