নালিতাবাড়ীতে বিনামূল্যে সরিষা বীজ বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৩ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে উপজেলা পরিষদের অর্থায়নে বিনামূল্যে সরিষার বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ৭ নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এ বিতরণী উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন, ভেটেরিনারি সার্জন আবু সায়েম, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফারুক হোসেন, নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি আবদুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির প্রমুখ। উদ্বোধনী দিনে ১০০ জনকে ১ কেজি করে সরিষা বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।পর্যায়ক্রমে উপজেলার ১২টি ইউনিয়নের ৪ হাজার কৃষকের মাঝে এ সরিষা বীজ বিতরণ করা হবে। Related posts:ঝিনাইগাতীতে প্রাথমিক বিদ্যালয়ের সভাপতিদের দায়িত্ব কর্তব্য, পরিচালনা ও মনিটরিং বিষয়ক প্রশিক্ষণকেক কাটার মধ্য দিয়ে পদ্মা ব্যাংক ঝিনাইগাতী শাখায় মুজিব শতবর্ষ উদযাপনশেরপুরে শপিং কমপ্লেক্সের স্ক্রিনে ভেসে উঠল ‘বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ Post Views: ১৮২ SHARES শেরপুর বিষয়: