নির্বাচনে পর্যবেক্ষক নিয়ে আওয়ামী লীগ চিন্তিত নয় : ওবায়দুল কাদের অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৩ নির্বাচনে পর্যবেক্ষক নিয়ে আওয়ামী লীগ চিন্তিত নয় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এ নির্বাচন নিয়ে যত বিভ্রান্তি ছড়ানো হয়েছে, যত অপবাদ ছাড়ানো হয়েছে… সেখানে কিন্তু অনেকে ভেবেছিল বিদেশি পর্যবেক্ষকরা সাড়া দেবেন না। কিন্তু ইতোমধ্যে শতাধিক পর্যবেক্ষক সাড়া দিয়েছেন। এ নিয়ে আমরা চিন্তিত না। ৩০ নভেম্বর বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন। ইউরোপীয় ইউনিয়নের সাথে আওয়ামী লীগও অংশগ্রহণমূলক, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন প্রশ্নে একমত বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমরা তাদের সঙ্গে একমত। নির্বাচনের বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন যা বলেছে, আমরাও তাই চাই।’ পিটার হাস একজন রাষ্ট্রদূত হিসেবে তিনি সীমারেখা মেনে চলবেন বলে প্রত্যাশা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের বলেন, পিটার হাসকে নিজেদের পক্ষে চায় না আওয়ামী লীগ। তবে তিনি অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ নিলে সেটাও প্রত্যাশিত নয়। Related posts:দুইটা আগুন দিলেই সরকার পড়ে যাবে, অত সহজ নয়: সিলেটের প্রধানমন্ত্রীসংকটেও অর্থনৈতিক প্রবৃদ্ধি বিস্ময় জাগিয়েছে : কাদেরকৃষক লীগের গঠনতন্ত্রের যেসব পরিবর্তন আসছে Post Views: ১৮৯ SHARES রাজনীতি বিষয়: