রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশ যৌথ আয়োজেন সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৩ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশ রাজশাহীর যৌথ আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে ওই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোঃ আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। ওইসময় রাজশাহীসহ জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা/কর্মচারীবৃন্দ এবং তাঁদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক সন্ধ্যায় নৃত্য, গান, কৌতুক প্রভৃতি উপস্থাপনের মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে রাখে রাজশাহী মেট্রোলিটন পুলিশ ও জেলা পুলিশের শিল্প গোষ্ঠীর সদস্যরা। এ সময় দর্শকসারিতে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ করতালির মাধ্যমে নৃত্য, গান, কৌতুক ইত্যাদি অভিনেতাদের উৎসাহ প্রদান করেন। Related posts:ঝিনাইগাতীতে জাতীয় সমবায় দিবস পালিতদেওয়ানগঞ্জে ৩ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিলেটে টিলা ধসে একই পরিবারের চারজন মাটিচাপা Post Views: ২০৫ SHARES সারা বাংলা বিষয়: