শেরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৩ ‘স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই পতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১ নভেম্বর বুধবার সকালে জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলার ভাতশালাস্থ যুব ভবনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) মো. খোরশেদ আলম, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহফুজুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান। আলোচনা সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন যুবক-যুবতীর মাঝে সনদপত্র বিতরণ ও ৭ জনের মাঝে আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে যুব উন্নয়নের নিজস্ব তহবিল থেকে স্বল্প সুদে ৪৪ লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়। এছাড়া যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি, পোনামাছ অবমুক্তকরণ, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈফফাত জাহান তুলি, জেলা প্রশাসনের সহকারী কমিশনার এস. এম. আল-আমীন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আতাহার আলী, প্রশিক্ষক (পোষাক) মারুফা আক্তার, প্রশিক্ষক (মৎস্য) মো. ছাঈদুল হক, প্রশিক্ষক (কম্পিউটার) হারুন-অর-রশীদ খানসহ প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি ও দুই শতাধিক যুবক-যুবতী উপস্থিত ছিলেন। Related posts:নকলায় বিশ্ব তামাকমুক্ত দিবসে র্যালি ও আলোচনা সভাঝিনাইগাতীতে আইএসপিপি-যত্ন প্রকল্পের প্রশিক্ষণ অনুষ্ঠিতশেরপুরে নিখোঁজের দুদিন পর অটোচালকের লাশ উদ্ধার, গ্রেফতার ৪ Post Views: ১৮৫ SHARES শেরপুর বিষয়: