সন্ত্রাস নৈরাজ্য ও অবরোধের প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ সমাবেশ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৩ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: দেশব্যাপী বিএনপি জামায়াতের তান্ডব, দেশি বিদেশি ষড়যন্ত্র, পুলিশ হত্যা, প্রধান বিচারপতির বাসভবন ভাংচুর, পুলিশ হাসপাতালে আগুন, সন্ত্রাস নৈরাজ্য ও অবরোধের প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের ওর্য়ার্কাস পার্টি শেরপুর জেলা শাখা। শুক্রবার (৩ নভেম্বর) সকালে পৌরশহরের আড়াইআনী বাজারস্থ ওর্য়ার্কাস পার্টির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদের প্রধান গেইটের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ওর্য়াকার্স পার্টির সদস্য আব্দুস সোবহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ওর্য়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ওর্য়ার্কাস পার্টির সদস্য সাংবাদিক হুমায়ুন মুজিব। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা ওর্য়ার্কাস পার্টির সদস্য উম্মে কুলসুম, যুবনেতা রাজু আহমেদ, মাসুদ রানা ও ছাত্রমৈত্রি নেতা সানি প্রমুখ। পরে বিক্ষোভ মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আড়াইআনী বাজার কার্যালয়ে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা দেশব্যাপী বিএনপি জামায়াতের তান্ডব, দেশি বিদেশি ষড়যন্ত্র, পুলিশ হত্যা, প্রধান বিচারপতির বাসভবন ভাংচুর, পুলিশ হাসপাতালে আগুন, সন্ত্রাস নৈরাজ্য ও অবরোধের প্রতিবাদ জানিয়ে এর সুষ্ঠু বিচার দাবি করেন। এছাড়া অবরোধ না মেনে গাড়ি চলাচল এবং দোকানপাট খোলা রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান তারা। Related posts:নকলায় পাটের বস্তা ব্যবহার নিশ্চিতে অভিযান: ১৪ ব্যবসায়ীকে জরিমানানালিতাবাড়ীতে অসুস্থ বন্যহাতি দ্বিতীয় দফায় চিকিৎসা নিয়ে ফিরে গেল বনেরাজকন্যা ‘আদরজান’ এর জন্মদিন উদযাপন করলেন মামা শুভ রেজা Post Views: ৩৮১ SHARES শেরপুর বিষয়: