নালিতাবাড়ীতে ৯৫ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৩ নালিতাবাড়ী প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার পশ্চিম সমশ্চুড়া এলাকা থেকে লক্ষাধিক টাকার আমদানি নিষিদ্ধ ভারতীয় ৯৫ বোতল মদ পাঁচারকালে শংকর কোচ (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। ১ ডিসেম্বর শুক্রবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শংকর কোচ জেলার ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গ্রামের শগেন্দ্র কোচের ছেলে। র্যাবের পাঠানো প্রেস রিলিজ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. আবরার ফয়সাল সাদী’র নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে নালিতাবাড়ী থানার পশ্চিম সমশ্চুড়া এলাকা থেকে প্রায় অর্ধলক্ষাধিক টাকার আমদানী নিষিদ্ধ মেকডুওয়েলস নম্বর ওয়ান ব্য্যান্ডের ৯৫ বোতল ভারতীয় মদ সহ তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃত শংকর কোচ একজন মাদক কারবারী চক্রের সদস্য। সে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জায়গায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর নালিতাবাড়ী থানায় হস্থান্তর করা হয়েছে। Related posts:ঝিনাইগাতীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর ছিদ্দিকের দাফন সম্পন্নশ্রীবরদীতে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগশ্রীবরদীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Post Views: ২৪৫ SHARES শেরপুর বিষয়: