বিএনপি-জামায়াত দেশকে পিছনে নিয়ে যেতে ষড়যন্ত্র করছে: ওবায়দুল কাদের অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৩ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি-জামায়াত বাংলাদেশকে পিছনে ফিরিয়ে নিয়ে যেতে ষড়যন্ত্র করছে। আজকের এইদিনে আমাদের অঙ্গীকার করতে হবে, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে রুখে দিতে যারা চেষ্টা করছে যেকোনো মূল্যেই তাদের প্রতিরোধ করা হবে। ১৬ ডিসেম্বর শনিবার সকালে সভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তা এগিয়ে যাচ্ছে। তার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ হয়েছে এখন আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছি। আগামী দিনে এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশকে পেছনে ফিরিয়ে নিতে। এদেশকে পিছনে নিয়ে যেতে তাদের ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। এই বিএনপি জামায়াত বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে থমকে দিতে চায়। Related posts:বিএনপির সময় দিনে ১৩-১৪ ঘণ্টা লোডশেডিং ছিল: ওবায়দুল কাদেরউন্নয়নের আলোয় ঝলমল করছে দেশের প্রতিটি জনপদআগুন-সন্ত্রাসের মতো মরণঘাতি কর্মসূচির জনক বিএনপি : ওবায়দুল কাদের Post Views: ১৭৩ SHARES রাজনীতি বিষয়: