শেরপুরে অগ্নিকাণ্ডে বসতবাড়ি ভস্মিভূত : ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির দাবি ক্ষতিগ্রস্তদের অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৩ শেরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মিভূত হয়েছে। ১ ডিসেম্বর শুক্রবার রাতে শহরের রাজাবাড়ী এলাকার মরহুম এ্যাডভোকেট আ.ক.ম ফরহাদের বাসায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৫টি পরিবারের অন্তত ৩০ লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভূত হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। জানা যায়, শুক্রবার রাত পৌণে আটটার দিকে শেরপুর শহরের রাজাবাড়ী এলাকার মরহুম এ্যাডভোকেট আ.ক.ম ফরহাদের বাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ওই বাসার মালিক, ৪টি ইউনিটে বসবাসরত ভাড়াটিয়া আবু বকর সিদ্দিক, বাদল চন্দ্র, আবুল কালামসহ ৫ পরিবারের নগদ টাকা, আসবাবপত্র, অলঙ্কারসহ সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে জেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনে ক্ষতি থেকে রক্ষা পায় আশেপাশের লোকজন। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, তাদের অন্তত ৩০ লক্ষ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। এদিকে ওই ঘটনার পরপরই জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ছানুয়ার হোসেন ছানু, জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান ও পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে শেরপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত করে অগ্নিকাণ্ডের মূল কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। Related posts:নালিতাবাড়ীতে ৬০ বোতল ভারতীয় মদসহ পিকআপ আটকঝিনাইগাতীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর ছিদ্দিকের দাফন সম্পন্নঝিনাইগাতীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Post Views: ২৮১ SHARES শেরপুর বিষয়: