এখন রাজনীতির খেলা শুরু : সমাবেশে ওবায়দুল কাদের অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৪ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের খেলা শেষ, এখন রাজনীতির খেলা শুরু হবে। ফাইনাল হয়ে গেছে, ৭ জানুয়ারি ফাইনাল হয়ে গেছে। বিএনপি একটা ভুয়া দল। ওদের নেতা তারেক ভুয়া। তাদের এক দফা ভুয়া। তাদের আর কোনো ভবিষ্যৎ নেই, শুধু অন্ধকার। খেলা এখন নতুন খেলা। ১০ জানুয়ারি বুধবার বিকালে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘এখন খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে। খেলা হবে অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে। আজ ঐতিহাসিক ১০ জানুয়ারি। যত দিন লাল সবুজের পতাকা উড়বে, যত দিন বাংলার পাখিরা গান গাইবে তত দিন বঙ্গবন্ধু তুমিও থাকবে।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘বঙ্গবন্ধুকন্যাকে পঞ্চমবারের মতো আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টি লিডার অব দ্য হাউস করেছে। আগামীকাল তিনি শপথ নেবেন। তিনি আমাদের সাহসের সোনালি ঠিকানা।’ Related posts:ছাত্রলীগের নামে যারা অপকর্ম করে তারা দুর্বৃত্ত: ওবায়দুল কাদেরতফসিলকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগদেখতে ভদ্রলোক হলেও মির্জা ফখরুলের অন্তরে বিষ : ওবায়দুল কাদের Post Views: ২০২ SHARES রাজনীতি বিষয়: