জামানত হারালেন তৃণমূলের তৈমূর অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকারের ভরাডুবি হয়েছে। তিনি পেয়েছেন মাত্র ৩ হাজার ১৯০ ভোট। নির্বাচনের শুরু থেকে নিজেকে শক্ত প্রার্থী হিসেবে দাবি করলেও নির্বাচনে জামানত হারালেন তিনি। যদিও এমন লজ্জাজনক হারের পর তৈমূর আলম খন্দকার অভিযোগ করেছেন, নির্বাচন সুষ্ঠু হয়নি। আসনটিতে চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজী। তিনি ১ লাখ ৫৬ হাজার ৪৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া কেটলী প্রতীকে ৪৫ হাজার ৭৫ ভোট পেয়েছেন। Related posts:প্রথমবার সচিবালয়ে প্রধান উপদেষ্টাসাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ৩ জেলের মরদেহ উদ্ধারনির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলের পক্ষে দাঁড়াতে চায় না : সিইসি Post Views: ১৬৪ SHARES জাতীয় বিষয়: