ইসরায়েলি দূতাবাসের সামনে গায়ে আগুন দেওয়া ব্যক্তি মার্কিন বিমান বাহিনীর সদস্য অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৪ গাজায় যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের বাইরে নিজের গায়ে আগুন ধরিয়ে দেওয়া মার্কিন বিমান বাহিনীর সদস্য। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস ডিসি ফায়ার ও ইএমএসের কর্মকর্তারা আগুন নেভানোর পর ওই ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের এক মুখপাত্র জানান, ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। বিমান বাহিনীর একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, নিজের গায়ে আগুন দেওয়ার ঘটনায় একজন সক্রিয় কর্তব্যরত বিমানসেনা জড়িত। ইন্টারনেটে সরাসরি সম্প্রচারিত একটি ভিডিওতে সামরিক পোশাক পরা ওই ব্যক্তি বলেন, ‘আমি আর গণহত্যার সঙ্গে জড়িত থাকতে চাই না।’ এরপর তিনি একটি স্বচ্ছ তরল জিনিস ঢেলে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন এবং ‘ফ্রি প্যালেস্টাইন’ বলে চিৎকার করতে থাকেন। স্থানীয় পুলিশ ও সিক্রেট সার্ভিস ঘটনাটি তদন্ত করছে। এর আগে গত ডিসেম্বরে আটলান্টায় ইসরায়েলি কনস্যুলেটের বাইরে এক বিক্ষোভকারী নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়। Related posts:৩০ হাজার তরুণকে নিয়োগ দিল ফিলিস্তিন যোদ্ধারা১২ দিনের আল্টিমেটাম দিয়ে বরিসকে হুঁশিয়ারি ইইউ’রআল-আকসায় তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতদের গায়েবানা জানাজা Post Views: ১৭৪ SHARES আন্তর্জাতিক বিষয়: