নকলায় মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৪ শেরপুরের নকলায় মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রশিদ এর অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে নকলা শাহরিয়া ফাজিল মাদ্রাসার হলরুমে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওঃ আজিজুল ইসলাম এর সভাপতিত্বে শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে তাঁকে এ সংবর্ধনা দেয়া হয়। বানেশ্বর্দী ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাও: শহিদুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন, বারমাইশা দাখিল মাদরাসার সুপার মাও: আতাউর রহমান, মমিনাকান্দা আল আমিন দাখিল মাদরাসার সুপার মো: হযরত আলী, কায়দা বালিকা দাখিল মাদরাসার সুপার মাও: ওয়ালীওল্লাহ প্রমূখ। আলোচনা শেষে বিদায়ী অতিথিকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এতে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মাদরাসার প্রধান ও সহকারী প্রধানগণসহ নকলা প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসাইন, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল-আমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে জেল পালানো বন্দিদের আত্মসমর্পণের গণবিজ্ঞপ্তিশেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হেরোইন সেবীকে কারাদণ্ডশ্রীবরদীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত Post Views: ১৭৯ SHARES শেরপুর বিষয়: