আবারও পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিল মিয়ানমারের ২৯ সীমান্তরক্ষী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৪ মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষ ঘিরে আবারও পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিল দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ২৯ জন সদস্য। ১১ মার্চ সোমবার সকালে তারা বাংলাদেশে আশ্রয় নেন। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। তিনি জানান, বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীন জামছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর অংথাপায়া ক্যাম্প থেকে ২৯ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এর আগে গত ফেব্রুয়ারিতে আরাকান আর্মির আক্রমণের মুখে বাংলাদেশে আশ্রয় নেন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যসহ ৩৩০ জন। পরে ১৫ ফেব্রুয়ারি কক্সবাজারের উখিয়া ইনানি নৌ-বাহিনীর জেটিঘাট থেকে জাহাজে করে তাদের মিয়ানমারে ফিরিয়ে দেওয়া হয়। Related posts:সহকারী জজ পদে ৯৭ জনকে নিয়োগকরোনার মধ্যেও মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়েছে বাংলাদেশ: তথ্যমন্ত্রীরাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী Post Views: ১৭২ SHARES জাতীয় বিষয়: