ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক চলবে না অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৪ পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে মহাসড়কে মোট ছয় দিন ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী। বৃহস্পতিবার (২১ মার্চ) আসছে ঈদে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এসব কথা বলেন তিনি। আমিন উল্লাহ নুরী বলেন, ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়াও ঈদে ঘরমুখো মানুষের সুবিধায় মহাসড়কে সংস্কারকাজ ঈদের সাতদিন আগেই শেষ করতে হবে বলে জানান তিনি। সচিব বলেন, এবারের ঈদে যানজটের জন্য মহাসড়কগুলোর সম্ভাব্য ১৫৫টি স্পট চিহ্নিত করা হয়েছে। Related posts:বনানীতে বহুতল ভবনে আগুনএবার ফাইনাল অভিযান শুরু : মেয়র আতিকুলদেশে করোনায় আরও ১৭৮ জনের প্রাণহানি Post Views: ১৭৭ SHARES জাতীয় বিষয়: