কুয়েত প্রবাসী মামাকে বিমানবন্দর থেকে আনতে গিয়ে লাশ হলেন ভাগ্নে-ভাগ্নি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৪ কুয়েত প্রবাসী মামাকে হযরত শাহজালাল (রহ.) আন্তজার্তিক বিমানবন্দর থেকে আনাতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ভাগ্নে (২) ও ভাগ্নি (১৬) মারা গেছেন। আর আহত হয়েছেন নিহতের মা-বাবাসহ তিনজন। ৩১ মার্চ রবিবার সকাল ৮টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে দুই বছরের শিশু আনাছ আহনাফ ও তার বোন এসএসসি পরীক্ষার্থী মাশুরা নোকাদ্দেস তানাজ (১৬)। তাদের বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলার চরশিমুলচূড়া গ্রামে। তারা শেরপুর শহরের নওহাটা এলাকায় বাসা করে থাকতো। আর নিহত তানাজ শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল। এদিকে দুর্ঘটনায় দুই ভাইবোন নিহতের খবরে নওহাটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা যায়, কুয়েত প্রবাসী ভাই সোহাবুর রহমান বাপ্পীকে ঢাকা বিমানবন্দর থেকে আনতে রবিবার ভোরে ঢাকা যাচ্ছিল বোন মনিরা বেগম, মনিরার স্বামী মোকাদ্দেসুর রহমান তোরাব, তাদের সন্তান তানাজ, আনাছসহ পরিবারের অন্যান্য সদস্যরা। পথিমধ্যে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ফিলিং স্টেশনের সামনে মিথুন সুপার নামে একটি বাসের সাথে সংর্ঘষ হলে ঘটনাস্থলেই মারা যায় এসএসসি পরীক্ষার্থী তানাজ ও শিশু আনাছ। আহত হয় তাদের বাবা-মাসহ ৩ জন। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াজেদ আলী দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, মাইক্রোবাসে করে পরিবারটি শেরপুর থেকে ঢাকা যাওয়ার পথে তারাকান্দা দক্ষিণ বাজারে দুর্ঘটনায় পড়ে। সেখানে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুজন মারা যায়। আহত বাবা ও মাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। Related posts:ঝিনাইগাতীতে কৃষি উপকরণ সরবরাহে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিতশেরপুরে আন্তঃজিলা ট্রাকচালক ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মঞ্জুরুল হকদৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে শেরপুরে মানববন্ধন Post Views: ১৮৮ SHARES শেরপুর বিষয়: