কেউই শঙ্কামুক্ত নয়, শ্বাসনালি পুড়েছে ২৬ জনের : স্বাস্থ্যমন্ত্রী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৪ স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহতদের অনেকেই আমাদের এখানে এসেছেন। এখন পর্যন্ত ৩২ জন রোগী শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। ৩২ জনের কেউই শঙ্কামুক্ত নয়। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১১টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে আহত রোগীদের বিষয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, সকালে রোগীদের দেখেছি আমরা। ডাক্তারসহ আমরা একটা মেডিকেল বোর্ড বসেছিলাম। ১৬ জন রোগীর শরীরে ৫০ ভাগের বেশি বার্ন রয়েছে। ৮০ ভাগের বেশি পুড়ে যাওয়া রোগী ১০ জনের বেশি। রোগীদের অবস্থা এতোটাই খারাপ যে সবারই শ্বাসনালি পুড়ে গেছে। মন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হবে। বাকিটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে তাদের কেউই আশঙ্কামুক্ত নন। ইতোমধ্যে তাদের ৬ জন আইসিইউতে আছে। তাদের শরীরের ৯০ ভাগের বেশি পুড়ে গেছে। অগ্নিদগ্ধদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। তাদের বিষয়ে সামন্ত লাল বলেন, বাচ্চাদের ১০ ভাগের বেশি বার্ন হলেই আশঙ্কাজনক হয়ে যায়। সেখানে বাচ্চাদের অনেকেরই ৩০ ভাগের বেশি বার্ন। ১০ বছর বয়সের মধ্যে ৭ জন। ৬ জন রোগী রয়েছে যাদের বয়স ১১-১৮ বছর মধ্যে। এই ১৩ জনের প্রত্যেকের শরীর ১০ ভাগের বেশি পুড়ে গেছে। তিনি আরও বলেন, কেউ আশঙ্কামুক্ত নয়। অধিকাংশের অবস্থাই খারাপ। যেকোনো বার্নের রোগী যতক্ষণ বাসায় না যায় ততক্ষণ তাদের আমরা আশঙ্কামুক্ত বলতে পারি না। Related posts:আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের৩০ আগস্ট দেশে আসছে ফাইজারের আরও ১০ লাখ টিকা‘অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক খাতেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে’ সংসদে রাষ্ট্রপতি Post Views: ২৪৭ SHARES জাতীয় বিষয়: