গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৪ গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। বুধবার (২০ মার্চ) সকাল ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ছাগলছিড়া এলাকায় এই দুর্ঘটনা হয়। মুকসুদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। জানা যায়, বরিশাল থেকে ছেড়ে আসা লুবানা পরিবহন নামের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি উপজেলার ছাগলছিড়া বাসস্ট্যান্ডে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের পাঁচ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। Related posts:সরিষাবাড়ীতে হোটেল কর্মচারির হাত-পা বাঁধা লাশ উদ্ধারনেত্রকোনায় ট্রাকপাচায় সিএনজির ২ যাত্রী নিহতচট্টগ্রামের আলোচিত মিতু হত্যা মামলা: বাবুল আক্তারের জামিন নামঞ্জুর Post Views: ১৬৯ SHARES সারা বাংলা বিষয়: