জামালপুরে পাঁচজনকে আমৃত্যু কারাদণ্ড অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৪ জামালপুরে ট্রেনে ডাকাতির পর অজ্ঞাত এক ব্যাক্তিকে হত্যার ঘটনায় পাঁচ জনকে আমৃত্যু কারাদন্ড দিয়েছে আদালত। ৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে স্পেশাল জজ আদালতের বিচারক স্পেশাল জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবু তাহের এই রায় দেন। দন্ডপ্রাপ্ত পাঁচ জন হলেন- জীবন, রাকিব, সোহেল, শিপন ও রনি। এদের মধ্যে পলাতক রয়েছে রনি। রাষ্ট্রপক্ষের আইনজীবি নুরুল করিম ছোটন জানান- ২০১১ সালের ১৭ ফেব্রয়ারি রাতে একটি লোকাল ট্রেনে ডাকাতির পর অজ্ঞাত এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করে আসামীরা। এরপর সেই অজ্ঞাত ব্যক্তিকে জামালপুর সদর উপজলোর নরুন্দি এলাকায় ট্রেন থেকে ফেলে দেয়া হয়। ওই ঘটনায় একই বছরের ১৩ মে জামালপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এএসআই মীর মজনু। পরে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ তদন্ত করে ২০১২ সালরে ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচার প্রক্রিয়া শেষে ৮জন স্বাক্ষীর স্বাক্ষ্যের ভিত্তিতে ৫ আসামীকে আমৃত্যু কারাদন্ডের আদেশ দেন বিচারক। আসামীর পক্ষে মামলা পরিচালনা করেন রাষ্ট্র কৃর্তক নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাচ্চু। এ সময় ৪ আসামি উপস্থিত ছিলেন। Related posts:জামালপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিতমেলান্দহে গৃহবধূর আত্মহত্যাজামালপুরে নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার Post Views: ২১৯ SHARES জামালপুর বিষয়: