টানা ৬ দিনের ছুটি মিলতে পারে এবারের ঈদে অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৪ আসন্ন পবিত্র ঈদুল ফিতরে টানা ৬ দিনের ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবীরা। রমজান মাস ২৯ দিনের হলে টানা ৬ দিন ছুটি পাওয়া যাবে। আর রমজান মাস ৩০ দিনের হলে টানা ৫ দিনের ছুটি নিশ্চিতভাবে পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ১২ মার্চ (মঙ্গলবার) পবিত্র রমজান মাস শুরু হয়েছে। এক মাস সিয়াম সাধনার পর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আসবে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকে। ঈদের আগের দিন এবং পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ভোগ করেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এবার রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ১১ এপ্রিল (বৃহস্পতিবার)। ১১ এপ্রিলকে ঈদুল ফিতরের দিন ঠিক করে ছুটির তালিকা আগেই করেছে সরকার। সে হিসেবে ১০, ১১ ও ১২ এপ্রিল (বুধ, বৃহস্পতি, শুক্র) ঈদুল ফিতরের সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। পরের দিন ১৩ এপ্রিল (শনিবার) সাপ্তাহিক ছুটি। এর পরদিন ১৪ এপ্রিল (রোববার) বাংলা নববর্ষের ছুটি। সে হিসেবে টানা ৫ দিন ছুটি থাকবে। তবে, রমজান মাস ২৯ দিনের হলে ঈদুল ফিতর হবে ১০ এপ্রিল (বুধবার)। সেক্ষেত্রে ঈদের ছুটি শুরু হবে ৯ এপ্রিল (মঙ্গলবার) থেকে। তাহলে টানা ৬ দিন ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা। Related posts:মুক্তিযোদ্ধার মৃত্যুতে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের নতুন আদেশঝিনাইগাতীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনদুর্গাপূজায় নিরাপত্তার ঝুঁকি নেই: আইজিপি Post Views: ১৭৩ SHARES জাতীয় বিষয়: