ড. ইউনূসের পুরস্কার গ্রহণ গাজায় হত্যাযজ্ঞ সমর্থনের সামিল : পররাষ্ট্রমন্ত্রী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৪ ইউনূস সেন্টার থেকে বরাবরের মতো মিথ্যাচার করা হয়েছে দাবি করে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ড. ইউনূস ইসরায়েলের এক ভাস্করের হাত থেকে পুরস্কার গ্রহণ করেছেন, যা গাজায় হত্যাযজ্ঞকে সমর্থনের সামিল। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ড. হাছান মাহমুদ বলেন, ইউনূস সেন্টার থেকে বরাবরের মত মিথ্যাচার করা হয়েছে। তবে গাজায় যখন নারী শিশুদের হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের পরও কোনো প্রতিবাদ জানাননি ইউনূস। সীমান্ত ইস্যু নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই বাংলাদেশি ভারত সীমান্তে অবৈধভাবে ঢুকে পড়েছিল, তাই বিএসএফ গুলি করে। বিজিবি এর প্রতিবাদ জানিয়েছে, পতাকা বৈঠক হয়েছে। এদিকে সোমালিয়ার দস্যুদের কবল থেকে জিম্মি নাবিকদের উদ্ধার ও জাহাজ ফেরত আনার বিষয়ে আলোচনা অনেকদূর এগিয়েছে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। জাহাজে খাবার সংকট নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, খাদ্য সংকট অতীতে যখন জাহাজ হাইজ্যাক হয়েছে তখনও হয়নি। তিন বছর ছিল তখনও হয়নি, ১০০ দিন ছিল তখনও হয়নি। আশা করি এক্ষেত্রেও হবে না। Related posts:দর্শক ফেরাতে দেশের সিনেমা হল ডিজিটাল করতে হবে : প্রধানমন্ত্রীঈদযাত্রায় ১৫৮ দুর্ঘটনা, নিহত ২০৭ জনকবরীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক Post Views: ১৪৯ SHARES জাতীয় বিষয়: