নকলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৪ শেরপুরের নকলা থানা পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় আমিনুল ইসলাম লিটন (৪০) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে। ৫ মার্চ মঙ্গলবার সকালে জামালপুর সদর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া লিটন নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নের চকপাঠাকাটা গ্রামের জামাল উদ্দিনের ছেলে। নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাদের মিয়া জানান গ্রেফতার হওয়া লিটনের বিরুদ্ধে ঝালকাঠি জেলায় সংঘটিত একটি ডাকাতি মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেয়। এরপর থেকে সে পলাতক ছিল। লিটনকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। Related posts:ফ্রান্সে মহানবীর ব্যঙ্গচিত্র কার্টুনের প্রতিবাদে শেরপুরে প্রতিবাদ সমাবেশশেরপুরে চিকিৎসক ও পুলিশ কর্মকর্তাসহ আরও ছয়জন করোনায় আক্রান্ত!শেরপুরে হত্যা মামলার দুই আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড Post Views: ১৭৪ SHARES শেরপুর বিষয়: