বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন ধর্মমন্ত্রী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৪ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান। ১৭ মার্চ রবিবার সকালে জামালপুরের ইসলামপুরে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়াম প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ওই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তিনি। পরে ইসলামপুর উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুস সালামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। Related posts:বঙ্গবন্ধু দান, দয়া নেওয়ার মতো মানুষ ছিলেন না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীসরিষাবাড়ীতে মৌমাছির কামড়ে কৃষকের মৃত্যুবকশীগঞ্জে সীমান্ত দিয়ে নারীসহ ৭ জনকে পুশইন Post Views: ১৫৫ SHARES জামালপুর বিষয়: