মাদারগঞ্জের মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৪ জামালপুরের মাদারগঞ্জ উপজেলা মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আদিবা জান্নত তাবাসসুম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ৫ মার্চ মঙ্গলবার ওই ঘটনা ঘটে। তার বাবা নাম হাসান হাবিব করুইচুড়া ইউনিয়নের সালাবান্দা গ্রামের বাসিন্দ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সালাবান্দা গ্রামের হাসান হাবীবের ৩ বছরের শিশু তাবাসসুম বাড়ির পাশের খোলা জায়গায় খেলা করছিলো। এ সময় হঠাৎ একটি মাহিন্দ্রা ট্রাক্টর তাবাসসুমকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হলে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। Related posts:জামালপুরে বিনামূল্যে চক্ষুসেবা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠিতজামালপুরে তিনটি বেসরকারি হাসপাতালে মোবাইল কোর্ট, জরিমানা আদায়জামালপুরে গাছ বিক্রি করায় মাকে কুপিয়ে হত্যা করল ছেলে Post Views: ১৭৬ SHARES জামালপুর বিষয়: