লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত ১, আহত ২ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৪ লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। শুক্রবার মধ্যরাতে বুড়িরহাট সীমান্তের মেইন পিলার ৯১৩ এর নিকটে এ ঘটনা ঘটে। নিহত শ্রী মুরলি চন্দ্র (৪৮) উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের বাসিন্দা। চন্দ্রপুর গ্রামের আজিমুল হকের ছেলে মিজানুর রহমান (৩১) ও নুর ইসলামের ছেলে লিটন মিয়া (৩৮) এ ঘটনায় আহত হন। নিহতের পরিবার এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ১০/১৫ জনের একটি গরু পাচারকারীর দল ভারতীয় ব্যবসায়ীদের সহায়তায় গরু আনতে বুড়িরহাট সীমান্তের ৯১৩ নম্বর পিলার এলাকায় যায়। এসময় ভারতের কুচবিহার জেলার সিতাই থানার ৭৫ বিএসএফ ব্যাটালিয়নের চিত্রাকোট ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তিন বাংলাদেশি গুলিবিদ্ধ হন এ ঘটনায়। সাথের লোকজন আহতদের টেনে হিঁচড়ে সীমান্তের এপারে নিয়ে আসে, এরপর পরিবারের সদস্যরা তাদের হাসপাতালে পাঠান। উন্নত চিকিৎসার জন্য আহত মুরলী চন্দ্রকে রংপুরে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, গুলিবিদ্ধ হয়ে নিহত মুরলী চন্দ্র নামে একজনের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল সরকার আকন্দ ঘটনার সত্যতা স্বীকার করেন। Related posts:জামালপুরে মৌমাছির কামড়ে বৃদ্ধার মৃত্যুভালুকায় এতিম শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণময়মনসিংহে বিশেষ অভিযানে গ্রেফতার ৯৭ Post Views: ২১৬ SHARES সারা বাংলা বিষয়: