শেরপুরে যৌতুকের দাবিতে নির্যাতনের মামলায় নৌবাহিনীর সদস্য কারাগারে অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৪ শেরপুরে স্ত্রীর দায়ের করা যৌতুকের দাবিতে নির্যাতনের মামলায় মো. শাহাদুল ইসলাম (৪০) নামে এক নৌবাহিনীর সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। ২৪ মার্চ রবিবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূর-ই জাহিদ উভয় পক্ষের শুনানী শেষে ওই আদেশ দেন। শাহাদুল জামালপুরের ইসলামপুর উপজেলার বেনুয়ারচর গ্রামের মো. হানিফ উদ্দিনের ছেলে। তিনি প্রেষণে কাতার কোস্টগার্ড মিশনে কর্মরত রয়েছেন। শাহাদুল বর্তমানে ঢাকাস্থ নৌবাহিনীর হাজী মহসিন ইউনিটের অর্ন্তভুক্ত সৈনিক। বিকেলে শাহাদুলকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী এএসএম রওশন কবীর আলমগীর। আদালত সূত্রে জানা যায়, নৌবাহিনীর খুলনা মংলা কোস্টগার্ডে কর্মরত থাকা অবস্থায় গত ৭ বছর আগে স্ত্রী ও ৩ কন্যা সন্তান রেখে কুয়েত মিশনে যান শাহাদুল। কিন্তু বিদেশ যাওয়ার পর থেকেই স্ত্রী-সন্তানদের ভরণপোষণ দেওয়া থেকে বিরত ছিলেন তিনি। ওই অবস্থায় শাহাদুল ছুটিতে দেশে ফিরলে ২০২২ সালের ৫ জুলাই শেরপুর শহরের গৃর্দানারায়ণপুরস্থ ভাড়া বাসায় সন্তানদের সাথে নিয়ে স্ত্রী শাপলা স্বামীর কাছে ভরণপোষণসহ দাম্পত্য অধিকার দাবি করলে স্বামী উল্টো ২০ লাখ টাকার যৌতুক দাবি করেন। যৌতুক দিতে অস্বীকার করায় এক পর্যায়ে শাপলাকে মারপিট করে বাসা থেকে বের করে দেন শাহাদুল। ওই ঘটনায় শাপলা বাদী হয়ে ২০২৩ সালের ১৩ জুলাই শেরপুরের আমলী আদালতে যৌতুক নিরোধ আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর শাহাদুল ফের মিশনে চলে যান। দীর্ঘ দিন ওই মামলায় পলাতক থাকার পর গত ১৩ মার্চ আদালতে হাজির হয়ে আপোষে স্ত্রীকে নিয়ে ঘর-সংসার করার শর্তে অর্šÍবর্তীকালীন জামিনে মুক্তি পান তিনি। কিন্ত জামিনে গিয়ে আপোষ না করে উল্টো গত ১৮ মার্চ শাহাদুল স্ত্রী শাপলাকে তালাক দিয়ে কাগজ পাঠিয়ে দেন। ওই অবস্থায় শাহাদুল রবিবার আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন জানালে আদালত উভয় পক্ষের দীর্ঘ শুনানী শেষে জামিন আবেদন নাকচ করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অভিযোগ রয়েছে, শাহাদুল স্ত্রী ও ৩ কন্যা সন্তান রেখেও গোপনে আরও একটি বিয়ে করেছেন। Related posts:শেরপুরের ঝিনাইগাতীতে ভারতীয় মদসহ যুবক গ্রেফতারশ্রীবরদীতে ওয়ার্ল্ড ভিশনের হাইজিন কিট ও হ্যান্ড ওয়াশিং উপকরণ বিতরণগজনী অবকাশে এবার উদ্বোধন হলো প্যাডেল বোট ও সাম্পান নৌকা Post Views: ১৪৮ SHARES শেরপুর বিষয়: