সুইজারল্যান্ড গেলেন স্পিকার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৪ ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন। বুধবার (২০ মার্চ) রাত ৩টায় সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। জেনেভায় আগামী ২৩ থেকে ২৭ মার্চ পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সময় তার সঙ্গে সংসদীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, শফিকুল ইসলাম, মাহবুব উর রহমান, শাহাদারা মান্নান, নীলুফার আনজুম, এইচ এম বদিউজ্জামান, মো. মুজিবুল হক এবং আখতারুজ্জামান ঢাকা ত্যাগ করেছেন। এ ছাড়া সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম, অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ, যুগ্ম সচিব এনামুল হক, যুগ্ম সচিব মো. নাজমুল হক, উপসচিব মো. ওয়ারেস হোসেন এবং উপসচিব মো. জসিম উদ্দিন সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সুইজারল্যান্ড সফর শেষে স্পিকার, সংসদীয় প্রতিনিধি দল ও তার সফরসঙ্গীরা আগামী ২৯ মার্চ দেশে ফিরবেন। Related posts:বাড়ল সয়াবিন তেলের দামসরকারি ওষুধ চুরি করে বিক্রি করলে ১০ বছরের জেলফোন করে জামায়াত আমিরের খোঁজ নিলেন সেনাপ্রধান Post Views: ১৭১ SHARES জাতীয় বিষয়: