২৫ মার্চ ঢাকায় আসছেন ভুটানের রাজা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৪ পাঁচ দিনের সফরে আগামী ২৫ মার্চ বাংলাদেশে আসছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। তিনি স্বাধীনতা দিবসের কর্মসূচিতে অংশ নেবেন। ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ঢাকা সফরকালে সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তার বৈঠক হবে বলে আশা করা হচ্ছে। ভুটানের রাজার ঢাকা সফরকালে বেশ কয়েকটি সমঝোতা সই হতে পারে। এছাড়া কুড়িগ্রামে ভুটানের বিনিয়োগের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন, বিদ্যুৎ, কৃষি, স্বাস্থ্য খাতসহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়ে সফরে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। সফর শেষে ভুটানের রাজা আগামী ২৯ মার্চ ঢাকা ত্যাগ করবেন। Related posts:ব্লকেডে আটকা নগরভবন, বন্ধ সেবা কার্যক্রমঅন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভা, ১২২২ কোটি টাকার ৪ প্রকল্প অনুমোদনআল্লাহ জীবন দিয়েছেন, একদিন সে জীবন নিয়ে যাবেন : সংসদে প্রধানমন্ত্রী Post Views: ১৬৮ SHARES জাতীয় বিষয়: