ইরান-ইসরায়েল উত্তেজনায় পণ্যের দাম ঠিক রাখার চেষ্টা চলছে : বাণিজ্য প্রতিমন্ত্রী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৪ বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ইরান ও ইসরায়েল হঠাৎ করে হামলা করেছে। এটা আমাদের জানা ছিল না। তাদের মধ্যকার চলমান উত্তেজনার জেরে পণ্যের দাম যাতে না বাড়ে সেজন্য বিকল্প দেশ থেকে পণ্য আমদানি এবং সরবরাহ ব্যবস্থা ঠিক রাখার চেষ্টা চলছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেসে তিনি এ তথ্য জানান। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুক্কুর আলী শুভ এতে সভাপতিত্ব করেন। প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেলসহ অন্যান্য পণ্য আসে। এখন ইসরায়েল ইরানে পাল্টা হামলা চালাবে কি না জানি না। তারপর সব বিষয় মাথায় রেখে পণ্যের দাম যেন না বাড়ে, সেজন্য আমরা বিকল্পভাবে পণ্য আনার চেষ্টা করছি। টিসিবির পণ্যকে দোকানের মধ্যে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, টিসিবি কার্ড পাওয়া ব্যক্তিদের তালিকা হালনাগাদ করা হবে। কীভাবে দোকানের মধ্যে পণ্য নিয়ে আসা যায় তা নিয়ে আলোচনা হচ্ছে। এর আগে গতকাল সোমবার (১৫ এপ্রিল) প্রতিমন্ত্রী বলেন, দেশবাসী স্বস্তি ও উৎসাহ নিয়ে ঈদ ও নববর্ষ পালন করেছে। কিন্তু সম্প্রতি ইরান-ইসরায়েল হামলার ঘটনায় অস্বস্তিতে আছি। কারণ আন্তর্জাতিক ঘটনাপ্রবাহে বাজারে প্রভাব পড়বে। এসব চ্যালেঞ্জ যাতে বাজারে না আসে, সেটা মোকাবিলা করতে হবে। এদিকে সয়াবিন তেলের দাম বাড়ানো বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ভোজ্যতেল আগের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই। তেলে ৫ শতাংশ ভ্যাট কমানো হয়েছিল, এতে ভোক্তা পর্যায়ে ১০ টাকা কমেছিল। এখন ট্যারিফ কমিশন এটা নিয়ে কাজ করছে। দেখা হচ্ছে মিলাররা কি দামে তেলের কাঁচামাল আনছেন, তার দাম কেমন পড়ছে ইত্যাদি বিষয়ে। Related posts:প্রধানমন্ত্রীকে কমনওয়েলথ মহাসচিবের অভিনন্দনচাল পলিশের কারণে দাম ৩-৪ টাকা বাড়ে: খাদ্যমন্ত্রীডিজিটাল নিরাপত্তাসহ কয়েকটি আইনে হেলেনার বিরুদ্ধে মামলা Post Views: ১০৮ SHARES জাতীয় বিষয়: