ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইগাতীতে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ’র চাল বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৪ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। ৮ এপ্রিল সোমবার দিনব্যাপী উপজেলার ৭টি ইউনিয়নে ১২৬২৭ জন দুঃস্থ অসহায় পরিবারের মাঝে প্রত্যেককে ১০ কেজি করে প্রধানমন্ত্রীর ঈদ উপহার এর ভিজিএফ’র চাল বিতরণ করা হয়। ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, ইউপি সচিব শাহনাজ বেগমসহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুরূপভাবে স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সচিব, ট্যাগ অফিসার ও ইউপি সদস্যগণ উপস্থিত থেকে সুন্দর ও সফলভাবে এ কার্যক্রম সম্পন্ন করেন। Related posts:ঝিনাইগাতীতে ওয়ার্ল্ড ভিশন বিংস প্রকল্পের ছাগল বিতরণঝিনাইগাতীতে গজনী অবকাশকে দৃষ্টি নন্দন করতে ঝুলন্ত ব্রীজ ও ক্যাবল কারের ভিত্তি প্রস্তর স্থাপনঝিনাইগাতীতে কৃষি উপকরণ সরবরাহে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত Post Views: ১৭৭ SHARES শেরপুর বিষয়: