উপজেলা পরিষদ নির্বাচন: নকলায় তিনটি পদে ১৫ জনের মনোনয়নপত্র দাখিল

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৪

আব্দুল্লাহ আল-আমিন, নকলা (শেরপুর): আসন্ন দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শেরপুরের নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মিলে মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

রোববার (২১ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে অনলাইনে প্রার্থীরা আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জিন্নাত আরা।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন- বর্তমান চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মো. মাহবুবুল আলম সোহাগ, বর্তমান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, বিএনপি নেতা মো. মোকশেদুল হক শিবলু ও রাব্বেনুর চৌধুরী।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মোশাররফ হোসেন সরকার বাবু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু হামযা কনক, আ.লীগ নেতা বেলায়েত হোসেন আকন্দ, বিএনপি নেতা মো. রেজাউল করিম ও মো. মামুন হোসেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফরিদা ইয়াসমীন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মো. কহিনুর বেগম, গৌড়দ্বার ইউপি চেয়ারম্যানের সহধর্মিণী আলেয়া পারভীন ও গতবারের পরাজিত প্রার্থী লাকী আক্তার।
দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী আগামী ২৩ এপ্রিল প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ২৪ থেকে ২৬ এপ্রিলের মধ্যে। আপিল নিষ্পত্তি হবে ২৭ থেকে ২৯ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২ মে। এ ধাপের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামী ২১ মে।