ঐতিহাসিক মুজিব নগর দিবসে নকলায় আলোচনা সভা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৪ শেরপুরের নকলায় ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ এপ্রিল বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ওই আলোচনা সভা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেলের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সিনিয়র সহসভাপতি ফেরদৌস রহমান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল কাদের মিয়া, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আলমগীর আজাদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মোঃ ইসহাক আলী প্রমুখ। ওই সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদি, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে প্রেসক্লাব সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনের ৫০তম জন্মদিন পালিতশেরপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিতশেরপুরে মেয়র মনোনয়নপ্রত্যাশী আ’লীগ নেতা আধারের জনসভা অনুষ্ঠিত Post Views: ১৭৪ SHARES শেরপুর বিষয়: