জামালপুরে হিটস্ট্রোক করে কৃষকের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৪ জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের জোকা গ্রামের মৃত আজগর আলীর পুত্র আবুল কালাম ওরফে কালা (৫০) নামের কৃষকের ৩০ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে হিটস্ট্রোক করে মারা গেছে। পারিবারিক সূত্র জানায়, সকালে কৃষক আবুল কালাম তার ফসলি খেত দেখতে যান। বাসায় এসে সকালের খাবার খেতে বসেন। এ সময় চোখ-মুখ কালো হয়ে তিনি অজ্ঞান হয়ে যান। পরে পরিবারের লোকজন উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘোড়াধাপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া জানান, কৃষক আবুল কালাম কালা মিয়া করে মারা যাওয়ার কথা শুনেছি। নিহত কৃষক আবুল কালাম তিন ছেলে এক মেয়ের জনক ছিলেন। বড় ছেলে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত। Related posts:নির্বাচনের দিন যারা পুলিশের গাড়ি পুড়িয়েছে তাদের ছাড় দেওয়ার সুযোগ নেই : জামালপুরের এসপিজামালপুরে নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তারজামালপুরে চারজনকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান Post Views: ১৪৬ SHARES জামালপুর বিষয়: