ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:২৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২৪ হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতীতে ২০২৪-২৫ মৌসুমে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে ১ এপ্রিল ২০২৪ সোমবার বেলা ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে এ বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করেন, অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ দিলরুবা আক্তারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার। এসময় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দসহ অন্যান্যরা। এসময় ২০২৪-২৫ মৌসুমে উফশী আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৪০০ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়। কৃষি প্রণোদনার মধ্যে ছিল, ৫ কেজি উফশী আউশ এর বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। Related posts:শেরপুরে গৃহকর্মী উদ্ধার ঘটনায় তদন্তে নতুন মোড়নকলায় ৪ দোকানে আগুন,সব মালামাল পুড়ে ছাইধানক্ষেত থেকে রিকশাচালকের লাশ উদ্ধার Post Views: ১৬১ SHARES শেরপুর বিষয়: