ত্রিশালে প্রাইভেটকারে আগুন লেগে যুবলীগ নেতা নিহত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৪ ময়মনসিংহের ত্রিশালে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শামীম পারভেজ (৩৫) নামে এক যুবলীগ নেতা নিহত ও একজন আহত হয়েছেন। নিহত শামীম পারভেজ ত্রিশাল পৌরসভার ৪নং ওয়ার্ডের কমিশনার আজহারুল ইসলামের বড় ছেলে। বৃহস্পতিবার ভোরে ময়মনসিংহ থেকে প্রাইভেটকার চালিয়ে ত্রিশালে আসার পথে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুমড়ে-মুচড়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই শামীম পারভেজ নিহত হন। প্রাইভেটকারে থাকা দীপক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শামীম পারভেজের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। Related posts:মাগুরায় সাকিবের বাবাসহ ৭৯ জনের নামে মামলাচট্টগ্রাম নগরীতে ধর্মঘট প্রত্যাহার, কাল সকাল থেকে চলবে বাসসড়ক পরিবহন আইন সর্ম্পকে সচেতন করতে ঝিনাইগাতী থানা পুলিশের লিফলেট বিতরণ Post Views: ১৫৩ SHARES সারা বাংলা বিষয়: