নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা ফিরেছে : ইসি আলমগীর অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৪ ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে রাজবাড়ীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ এপ্রিল সোমবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রাজবাড়ী জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অনান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। এসময় তিনি বলেন, নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা ফিরেছে। রবিবার (২৮ এপ্রিল) দেশের বিভিন্ন স্থানে স্থানীয় নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সেখানে ভালো ভোটার উপস্থিতি হয়েছে। বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। তবে তাদের সমর্থকরা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন। রাজবাড়ীতে ভালো নির্বাচন হবে। নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, নির্বাচনের আগে প্রার্থীদের প্রতীকসহ দেয়ালে সাটানো পোস্টার স্থানীয় প্রশাসন ও পুলিশ সেগুলো সরিয়ে দিতে পারেন। সেই ক্ষমতা তাদের দেওয়া আছে। মতবিনিময় সভায় পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, (৪৭ বিজিবি)-এর সেকেন্ড ইন কামান্ড মেজর রকিবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক, জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওলিউল ইসলামসহ উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। Related posts:কুমিল্লায় উল্টে গেল বিজয় এক্সপ্রেস ট্রেন, বহু হতাহতের শঙ্কাচাকরি হারালেন সারদায় প্রশিক্ষণরত ৬ এএসপিইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক রেজানুর রহমান Post Views: ১০০ SHARES জাতীয় বিষয়: