বন্যা নিয়ন্ত্রণে ৭১ মিলিয়ন ডলারের ঋণ দেবে এডিবি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৪ বন্যা নিয়ন্ত্রণ, সেচ এবং পানি ব্যবস্থাপনার উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশকে ৭১ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তা দেবে। এই সহায়তা গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার গ্রামীণ জনগোষ্ঠীর জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলার প্রস্তুতি গ্রহণকে জোরদার করবে। শনিবার ঢাকায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও এডিবির মধ্যে একটি ঋণচুক্তি সই হয়েছে। এ লক্ষ্যে আজ শনিবার ঢাকায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও এডিবির মধ্যে একটি ঋণচুক্তি সই হয়েছে। ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী বাংলাদেশের পক্ষে এবং এডিবির আবাসিক প্রধান এডিমন গিনটিং এডিবির পক্ষে চুক্তিতে সই করেন। এডিমন গিনটিং বলেন,‘এই প্রকল্পটি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশকে সাহায্য করার ক্ষেত্রে এডিবির প্রতিশ্রুতির প্রতিফলন ঘটাবে। কেননা এর মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণ এবং পানি ব্যবস্থাপনার অনেক উন্নতি হবে, যা প্রধানত জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করবে।’ সূত্র : বাসস Related posts:রোমে চ্যান্সেরি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীবিদেশি ঋণের চাপ আছে, তবে বেশি না : অর্থমন্ত্রীনতুন পাঠ্যবইয়ে ইসলাম বিরোধী কিছু নেই: শিক্ষামন্ত্রী Post Views: ১১৯ SHARES জাতীয় বিষয়: