মেলান্দহে ট্রাকের ধাক্কায় ভটভটি চালকের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৪ জামালপুরের মেলান্দহে ট্রাকের ধাক্কায় ধান বোঝায় এক ভটভটি চালকের মৃত্যু হয়েছে। রবিবার ৩১ মার্চ বিকাল সাড়ে তিনটা দিকে উপজেলার মালঞ্চ মামাভাগিনা বেইলী ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ভটভটি চালক সোহেল রানা (২৮) উপজেলার চরপলিশা বেতমারি দক্ষিণপাড়া এলাকার ফটেক আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, নিহত ভটভটি চালক জামালপুর থেকে ধান বোঝাই করে মেলান্দহ আসার পথে ঘটনাস্থলের পিছন থেকে একটি ট্রাক অভারটেক এর সময় ভটভটিকে চাপা দেয়। এতে ভটভটি চালক ছিটকে পড়ে ট্রাকের নিচে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর ঘাতক ট্রাকের চালক হেলপার পালিয়ে যায়। পরে ট্রাকটি ( ঢাকা মেট্রো – ট ১১-৬৩৮৯) দেড় কিলোমিটার দূরে মালঞ্চ বাজারে জব্দ করে স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করা হয়েছে। ঘাতক চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। আইনী প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের চাওয়াতে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে৷ Related posts:নির্বাচন নিয়ে বিদেশিরা কোনো চাপ দেয়নি, তাদের অধিকারও নেই: জামালপুরে নির্বাচন কমিশনার আলমগীরজামালপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যুজিয়াউর রহমান একজন ঠান্ডা মাথার খুনি, মির্জা আজম এমপি Post Views: ১৫৫ SHARES জামালপুর বিষয়: