কবর জিয়ারতকালে মহানবী (সা.) যে দোয়া পড়তেন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, মে ১৪, ২০২৪ কবর মুমিনের শেষ আবাসস্থল। মানুষের পরকালের যাত্রা শুরু হয় এখান থেকেই। তাই কবরবাসীর জন্য দোয়া করা এবং আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া সবার কর্তব্য। কবর জিয়ারতে এসে রাসুল (সা.) একটি দোয়া পড়তেন। তা হলো- السَّلاَمُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ، مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ، وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لاَحِقُونَ، أنتُم لنا فرَطٌ ونحنُ لَكم تبعٌ، أَسْاَلُ اللَّهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ উচ্চারণ : আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আসআলুল্লাহা লানা ওয়ালাকুমুল আফিয়াহ। অর্থ : হে গৃহের অধিবাসী মুমিন ও মুসলিমরা, তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক। আমরা আল্লাহর ইচ্ছায় তোমাদের সঙ্গে মিলিত হব। আমি আল্লাহর কাছে আমাদের জন্য ও তোমাদের জন্য নিরাপত্তা প্রার্থনা করি। হাদিস : আয়েশা (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) যখন কবরে আসতেন তখন তিনি উল্লিখিত দোয়া পড়তেন। (মুসলিম, হাদিস : ৯৭৫, নাসায়ি, হাদিস : ২০৪০) Related posts:করোনাকালে রমজানের ইবাদত যেভাবে করবইস্তেগফারের গুরুত্ব ও ফজিলতকোরআনের অনিন্দ্য শিক্ষা প্রচারের বিকল্প নেই Post Views: ২০১ SHARES ইসলাম বিষয়: