ঘূর্ণিঝড় রিমাল: উদ্ধারকাজে গিয়ে ফায়ারফাইটারের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, মে ২৮, ২০২৪ ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে উপড়ে পড়া গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফায়ার সার্ভিসের এক সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মে) রাত সাড়ে ১২টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল জানায়, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা এলাকায় গাছ পড়ে যায়। রাত ১০টার দিকে সংবাদ পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায় এবং গাছ অপসারণ করতে থাকে। গাছ অপসারণের একপর্যায়ে আকস্মিক বিদুৎ চলে আসায় ফায়ারফাইটার মো. রাসেল হোসেন (২১) বিদ্যুতায়িত হন। গুরুতর আহত অবস্থায় তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিসাধীন অবস্থায় রাসেল মারা যান। রাসেল হোসেনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। ফায়ারফাইটার রাসেল হোসেনের বাড়ি ঢাকার ধামরাইয়ের বাসনা গ্রামে। তিনি ২০২৩ সালে একজন ফায়ারফাইটার হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন। Related posts:স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টাবায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাতএকনেকে ১২৬৬ কোটি খরচে ৫ প্রকল্প অনুমোদন Post Views: ১১৩ SHARES জাতীয় বিষয়: