জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৩ পেলেন যারা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, মে ১৯, ২০২৪ জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৩ পেয়েছেন সাত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯ মে রবিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের নগদ অর্থ, ট্রফি ও সার্টিফিকেট দেওয়া হয়েছে। জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৩ পুরস্কার পেলেন যারা বর্ষসেরা নারী ক্ষুদ্র উদ্যোক্তা স্বপ্না রাণী সেন, বর্ষসেরা পুরুষ ক্ষুদ্র উদ্যোক্তা মো. শাফাত কাদির, বর্ষসেরা পুরুষ ক্ষুদ্র উদ্যোক্তা মো. ওয়ালিউল্লাহ ভূঁইয়া, বর্ষসেরা ক্ষুদ্র নারী উদ্যোক্তা তাসলিমা মিজি, বর্ষসেরা পুরুষ মাঝারি উদ্যোক্তা আশরাফ হোসেন মাসুদ, বর্ষসেরা মাঝারি নারী উদ্যোক্তা সীমা সাহা ও বর্ষসেরা স্টার্ট আপ মদিনা আলী। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মো. মাহবুবুল আলম, এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান প্রমুখ। Related posts:ইশরাককে মেয়র ঘোষণার দাবিতে নগরভবনের সব গেইটে তালাঢাকা-শিলিগুড়ি ট্রেন চলবে আগামী জুনেচাঁদ দেখা কমিটি বৈঠকে বসছে সন্ধ্যায় Post Views: ১২২ SHARES জাতীয় বিষয়: