ঝিনাইগাতীতে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে প্রশিক্ষণ প্রদান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, মে ১৮, ২০২৪ হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে এলাকার কৃষকদের নিয়ে ২০২৩-২৪ অর্থ বছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ১৮ মে শনিবার দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার। এছাড়াও প্রশিক্ষণ প্রদান করেন, অতিরিক্ত কৃষি অফিসার দিলরুবা আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদ হাসান। প্রশিক্ষণে কন্দাল ফসলের গুরুত্ব, কীভাবে আধুনিক পদ্ধতিতে কন্দাল ফসল উৎপাদন করা যায়, কন্দাল ফসলের বিভিন্ন আধুনিক জাত, রোগ, পোকা, সুষম সারের ব্যবহার, চারা তৈরির কৌশল ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন। Related posts:শেরপুরের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁঞা'র যোগদানশেরপুরে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিতশেরপুরে ‘মাহবুব ফ্যাশন’র ২১ বছর পূর্তিতে বর্ণাঢ্য র্যালি Post Views: ২০২ SHARES শেরপুর বিষয়: