ঝিনাইগাতীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, মে ১৩, ২০২৪

শেরপুরের ঝিনাইগাতীতে মোছা. মারিয়া (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৩ মে সোমবার দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের নতুন মোল্লাপাড়ায় ওই গৃহবধুর পিতার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মারিয়া নলকুড়া ইউনিয়নের দক্ষিণ ডেফলাই (মোল্লাপাড়া) গ্রামের বাবুল মিয়ার কন্যা।

জানা গেছে, গত কয়েক মাস পূর্বে ঝিনাইগাতীর গজারীকুড়া গ্রামের খোরশেদ আলমের সাথে মারিয়ার বিবাহ হয়। মারিয়ার বাবা মা সোমবার সকালে ঢাকায় থাকা তার ছেলের বাসায় যান। সকাল ১১ টা দিকে মারিয়া শ্বশুরবাড়ি থেকে তার বাপের বাড়ি মোল্লাপাড়ায় আসে। বেলা ১টার দিকে তাদের বসতঘরের দরজা বন্ধ করে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে মারিয়া।
ঘরের দরজা বন্ধ দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে মারিয়াকে ওড়না পেচিয়ে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে ফাঁসি থেকে নামিয়ে তাকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ মারিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।