ঝিনাইগাতীতে মা’কে পিটিয়ে পা ভেঙ্গে দেওয়ার অভিযোগে ছেলে গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, মে ২২, ২০২৪ হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতীতে মা’কে পিটিয়ে পা ভেঙ্গে দেওয়ার অভিযোগে হাবিবুর রহমান (২৫) নামে এক পাষণ্ড ছেলেকে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের হাসলিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। ২০ মে সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পাষণ্ড ছেলে হাবিবুর রহমান উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের হাসলিগাঁও গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, গত ১৯ মে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে ছেলে হাবিবুর রহমানের কাছে তার মা আল্পনা বেগম (৪৫) সংসার খরচ বাবদ সামান্য টাকা চায়। এ টাকা চাওয়াকে কেন্দ্র করে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মায়ের গাঁয়ে হাত তুলে মারধর করে ও দা দিয়ে এলোপাথাড়ি ভাবে বারি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখমসহ দুটি পা ভেঙ্গে দেয়। পরবর্তীতে সোমবার রাতে হাবিবুরের বাবা রিয়াজ উদ্দিন (৫৫) থানায় এসে অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়ে সত্যতা পাওয়ায় হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল জানান, মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত হাবিবুর রহমানকে আদালতে সোপর্দ করা হয়েছে। Related posts:শেরপুরে হতদরিদ্রদের মাঝে সাবেক এমপি শ্যামলীর ঈদবস্ত্র বিতরণশেরপুরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ও তার পরিবারকে হয়রানির প্রতিবাদে মানববন্ধনশ্রীবরদীতে প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত Post Views: ১৫৯ SHARES শেরপুর বিষয়: