ঝিনাইগাতীর ইউএনও আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া’র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, মে ২৩, ২০২৪ হারুন অর রশিদ দুদু : কর্মের প্রতি একাগ্রতা, সততা এবং সাহসিকতার প্রতীক ছিলেন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। যোগদানের ৭ মাস ১৪ দিন দায়িত্ব পালনকালে ঝিনাইগাতী উপজেলার সরকারী-বেসরকারীসহ সার্বিক বিষয়ে আমূল পরিবর্তন এনেছেন নিজের কাজের প্রতি ভালোবাসা দিয়েই। ঝিনাইগাতী বাসীর সেবা নিশ্চিত করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউএনও মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। ২৩ মে বৃহস্পতিবার দুপুরে অফিসার্স ক্লাবের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগিতায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া’র বদলিজনিত বিদায় উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ইউএনও মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া’র ৭ মাস ১৪ দিন দায়িত্ব পালনের সফলতার কার্যক্রম তুলে ধরেন। উপজেলা কনফারেন্স হল রুমে বদলিজনিত বিদায় উপলক্ষ্যে অফিসার্স ক্লাব এর পক্ষ থেকে তাকে ক্রেস্ট উপহার দেওয়া হয়। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামালের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বছির আহমেদ বাদল, উপজেলা নির্বাচন অফিসার হুমায়ূন কবীর, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, অতিরিক্ত কৃষি অফিসার দিলরুবা আক্তার, পিআইও মোহাম্মদ আব্দুল মান্নান, আবাসিক প্রকৌশলী রুকনুজ্জামান, একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান তালুকদার, ইউপি চেয়ারম্যানদের পক্ষে আশরাফুল ইসলাম পলাশ, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রোস্তম আলীসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ। বিদায় অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ, সাংবাদিক হারুন অর রশিদ দুদু, সাংবাদিক গোলাম রব্বানী টিটুসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া ঝিনাইগাতীতে ইউএনও হিসেবে যোগদানের পর মানুষের সেবা প্রদান করেছেন তা সত্যিই অতুলনীয়। এছাড়াও তিনি যোগদানের পর জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনে বলিষ্ঠ ভূমিকা রেখে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করেছেন। বিদায়ী অনুষ্ঠানে ইউএনও বলেন, ‘আমি প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা হিসেবে কাজ করেছি। যথা সাধ্য চেষ্টা করেছি সরকারের অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার। তিনি আরো বলেন, ঝিনাইগাতী উপজেলা বাসীদের সহযোগিতার কথাও কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি। আপনারা সকলে ভাল থাকবেন। আপনাদের সকলের নিকট আমি দোয়া প্রত্যাশী।’ উল্লেখ্য, ইউএনও মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়াকে গত ২৮ মার্চ ২০২৪ বৃহস্পতিবার ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া স্বাক্ষরিত একটি পত্রে শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন/বদলির প্রজ্ঞাপন জারি করেন। তিনি শীঘ্রই শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করবেন। Related posts:ঝিনাইগাতীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতনালিতাবাড়ীতে টিকা গ্রহণে শিক্ষার্থীদের উপচেপড়া ভিড়শেরপুরে এনএসআই’র অভিযানে ট্রাক ভর্তি নিষিদ্ধ পলিথিন জব্দ॥ চালক আটক Post Views: ১৫৩ SHARES শেরপুর বিষয়: