নকলা উপজেলা পরিষদ নির্বাচন : ক্ষমতায় আসতে যেসব প্রতিশ্রুতি দিল সোহাগ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, মে ১৯, ২০২৪ আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন দোয়াত কলম প্রতীকে চেয়ারম্যান প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান বর্তমান পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মাহবুবুল আলম সোহাগ। রবিবার (১৯ মে) দুপুরে পৌর শহরের পুরাতন হলচত্বরে তার নির্বাচনী প্রচারণা কেন্দ্রে ভোটার, সমর্থক ও দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করেন তিনি। উপজেলা চেয়ারম্যান প্রার্থী এডভোকেট মাহবুবুল আলম সোহাগ বলেন, আমি নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে ঘুষ, দুর্নীতি মুক্ত স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে যা যা করা দরকার সবাইকে সাথে নিয়ে তাই করব, সরকারি বিভিন্ন বরাদ্দে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করব, ভাষা শহীদ ও বীরমুক্তিযোদ্ধাদের স্মরণে নকলায় পূর্ণাঙ্গ শহীদ মিনার স্থাপন করব এবং হাসপাতালে সার্টিফিকেট বাণিজ্য বন্ধ করে শতভাগ চিকিৎসা সেবা নিশ্চিত করা ছাড়াও তিনি নির্বাচনী ইশতেহারে নকলা উপজেলার সার্বিক উন্নয়নে নানা পরিকল্পনা তুলে ধরেন। Related posts:শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানাশেরপুরে এবার যুব মহিলা লীগের হাতে সাবেক এমপি শ্যামলীর ইফতারী বিতরণশেরপুরের নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা Post Views: ২২৫ SHARES শেরপুর বিষয়: